সবার সঙ্গে কয়েকটা স্বপ্নের কথা বলতে আজ খুব ইচ্ছে হচ্ছে। এতদিন সেগুলো ছিল এলোমেলো কিছু ভাবনা যা প্রজাপতির মতো ডানা মেলতো! এখন সেটা শুধু সময়ের, সবার অল্প চেষ্টা আর অনেকখানি ইচ্ছের ব্যাপার।
ভাবুনতো পথের একটা শিশু সারাদিন এ ও কুড়িয়ে যার দিন কাটে, সে মাথায় একটা রঙ্গিন ক্লিপ, হাতে একটু নেলপলিশ আর একটা নতুন জামা ঈদে পরে ঘুরে বেড়াচ্ছে বিনুনী দুলিয়ে! আবার ভাগ্যের চাকা কিভাবে ঘুরবে এ চিন্তায় বিপর্যস্ত একজন মহিলা সেলাই মেশিনের চাকা ঘুরিয়ে সংসার এ রং আনছে! আবার বৃদ্ধ কোন দাদু হয়তো প্রেশার আর ডায়াবেটিস এর ওষুধগুলো কিনতে পারেনা, যেকোনসময় স্ট্রোক করার মতো ঝুঁকিতে দিন কাটাচ্ছে; তার হাতে একটা ওজন মাপা মেশিন দিলে সে যদি পার্কে বসে ১০০ টাকা উপার্জন করে তার ওষুধগুলো জোগাড় করেন!
এবার ভাবুনতো তাদের এই ইচ্ছাগুলো বাস্তবায়নে যদি আপনার অবদান থাকে, তাহলে আপনার অনুভূতি কেমন হবে?
সবার মতো আমাদের এই ইচ্ছে অনেক দিনের। সবচেয়ে বেশি ইচ্ছে আগামীর ভবিষ্যত শিশুদের নিয়ে ভাল কিছু করার। তাদের মানসিক বিকাশ, একটু শিক্ষা, কাজ করার মতো কিছু টেকনিক্যাল গাইডলাইন যদি দেয়া যায় তাহলে হয়তো তারা আর সন্ধ্যা হতে না হতেই পলিথিনে নেশায় ব্যস্ত হবেনা। একটু বড় হয়ে নিজেও সমাজের ভাল পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।
আসুন শুরুর ভূমিকাটা আমরা একসাথে পালন করি। আপনি যে প্রোডাক্ট সাজবাকি থেকে কিনবেন, তার একটা লভ্যাংশ চলে যাবে আমাদের চ্যারিটি ফান্ড এ। এভাবে আপনার কোনো বাড়তি খরচ ছাড়াই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য আপনি অবদান রাখতে পারেন।
এছাড়াও আপনারা যদি আলাদা কোন ফান্ড ডোনেট করতে চান সেটাও আমাদের সাথে যোগাযোগ করে করতে পারেন। কিছু না হলেও দোয়া ও পরামর্শ দিয়ে সাথে থাকলেও আমরা চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের অবদান অনলাইনে সংরক্ষিত থাকবে। বিভিন্নসময়ে ছিন্নমূল এসব মানুষের পাশে থাকার আনন্দ ছবি ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ইংশাআল্লাহ, যেন ভাল কিছুতে সবাই উদ্বুদ্ধ হয়।
আমাদের প্রতিপাদ্য “চ্যারিটি সুড বিগিন এ্যাট হোম! প্রতিটা সময় মানুষকে ভাল পরামর্শ, দোয়া, অসহায় কে সাহায্য করে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা”। হেপি সপিং & বি এ পার্ট অফ চ্যারিটেবল ওয়ার্ক।